• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে পরিবহন শ্রমিকরা পেলেন খাদ্য সহায়তা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৩ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
বিশ্বনাথে পরিবহন শ্রমিকরা পেলেন খাদ্য সহায়তা
বিশ্বনাথে পরিবহন শ্রমিকরা পেলেন খাদ্য সহায়তা

সিলেটের বিশ্বনাথে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন বিধিনিষেধ শিথিলের পরও সাধারণ মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ চলমান রয়েছে। .

আজ ১৩ই আগস্ট ২০২১ইং উপজেলার লামাকাজী ইউনিয়নের ১০৫ জন পরিবহন শ্রমিক অটোরিকশা, সিএনজি, পিকাপ ড্রাইভার,হেল্পার, ক্ষুদ্র ব্যবসায়ী( পান/চা দোকানী) ও হোটেল শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়। .

এসময় উপজেলা পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাস উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। .

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। .

উল্লেখ্য : খাদ্য সহায়তা বিতরণ শেষে পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাস লামাকাজী ইউনিয়নস্থ মির্জার গাঁও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের খোজ খবর নেন।.

.

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ প্রতিনিধিঃ

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ